প্রতীকের সুর সংগীতে নতুন গান

ফিচার প্রতিবেদক

দীর্ঘ ১০ বছর ধরে নিজের সুরে গান করছেন সংগীতশিল্পী প্রতীক হাসান। নতুন করে আরো একটি গানের সুর সংগীত করেছেন তিনি। গানের শিরোনাম শুধু ভালোবাসি বললেই তোকে ভরে না মন/ আরো কিছু বলতে তোকে ইচ্ছে সারাক্ষণ গানটি লিখেছেন প্রসেনজিৎ। এতে প্রতীকের সঙ্গে কণ্ঠ দিয়েছেন নদী। আজ কক্সবাজারে সৌমিত্র ঘোষ ইমনের নির্দেশনায় গানটির মিউজিক ভিডিওর শুটিং শুরু হবে বলে জানান প্রতীক। একই গীতিকারের লেখা রেদওয়ান শেখের সুরে বন্ধুরে দূরে থাকিস না গানেও কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী। নিজের নতুন গানটি প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, নতুন গানটির কথা আমার কাছে ভালো লেগেছে। যে কারণে অনেক মনোযোগ দিয়ে আন্তরিকতা যত্ন নিয়ে গানটির সুর সংগীত করেছি। অনেক ভালো লাগা নিয়ে গানটি গেয়েছি। নদীও চমত্কার গেয়েছে। আর একজন মিউজিক ভিডিও নির্মাতা হিসেবে সৌমিত্র ঘোষ ইমন অনন্য। তার নির্দেশনায় আশা করি চমত্কার একটি মিউজিক ভিডিও নির্মিত হবে। গানটি ২০২০ সালের অন্যতম একটি গান হবে বলেই আমি বিশ্বাস করি।

এদিকে ঈদুল আজহার দর্শকপ্রিয় নাটক মাস্ক-এর খাইয়া কাম নাই, টাকাটা কই নাটকের মন করলা তুমি চুরি, মেষরাশি আমার রাশি নিয়া ভীষণ জ্বালা’—গানগুলো বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গানগুলো প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, লকডাউনের দিনগুলোয় নাটকের গানই আমার বেশি গাওয়া হয়েছে। প্রায় ছয়-সাতটি নাটকের গান গেয়েছি। যার মধ্যে গানগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে বলে তিনি জানান। প্রতীকের কথায় এগুলোর মধ্য থেকে কয়েকটি গানের নতুন করে আলাদা মিউজিক ভিডিও আসবে, যাতে তার উপস্থিতিও থাকবে। প্রতীক হাসান জানান, প্রেম মাদল গানটি তার প্রথম সুর করা গান। তবে তার সুর করা প্রথম আলোচিত গান ছিল মনের পোষা অচীন পাখি এটি লিখেছিলেন কাবন্দ রায়হান।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন