শার্লি এব্দোয় হামলায় ১৪ সন্দেহভাজনের বিরুদ্ধে বিচার শুরু

বণিক বার্তা ডেস্ক

ফ্রান্সের রম্য পত্রিকা শার্লি এব্দোর অফিসে হামলার ঘটনায় ১৪ সন্দেহভাজনের বিরুদ্ধে প্যারিসে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। পাঁচ বছরের বেশি সময় আগে ওই হামলার ঘটনায় ১২ জন নিহত হয়। প্যারিসের একটি আদালতে প্রায় সব সন্দেহভাজনকে উপস্থাপন করা হলেও তিনজন এখনো পলাতক। খবর বিবিসি।

২০১৫ সালের জানুয়ারি প্যারিসে অবস্থিত শার্লি এব্দোর কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে ১২ জনের প্রাণহানি ঘটে। দুই ভাইয়ের চালানো ওই বন্দুক হামলায় সহযোগিতা করেছিল ১৪ জন। ওই হামলায় সুপরিচিত কার্টুনিস্টসহ ১২ জন নিহত হন। ওই একই দিনে তৃতীয় এক বন্দুকধারী এক নারী পুলিশ সদস্যকে গুলি করে হত্যার পর ইহুদিদের একটি সুপারমার্কেটে হামলা চালায়। মাত্র তিনদিনের মধ্যে ফ্রান্সে সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হয়।

শার্লি এব্দোর অফিসে হামলার ঘটনার বিচারকাজ শুরু হওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু নভেল করোনাভাইরাস মহামারীর কারণে তা চার মাস পিছিয়ে দেয়া হয়।

এদিকে, বিচার শুরুর একদিন আগে শার্লি এব্দো হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে আবারো বিতর্কিত কিছু কার্টুন প্রকাশ করেছে। মহানবীকে (সা.) নিয়ে ওই ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের ঘটনাকে কেন্দ্র করেই শার্লি এব্দোর অফিসে হামলা চালানো হয়েছিল। ওই সাময়িকীর সর্বশেষ সংস্করণের মলাটে মহানবীর ১২টি কার্টুন চিত্র আবারো ছাপা হয়েছে। ওই কার্টুনগুলো শার্লি এব্দোয় প্রকাশের আগে সেগুলো ডেনমার্কের একটি সংবাদপত্রেও ছাপা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন