এবার হাসপাতাল থেকে কারাবন্দি নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর কাশিমপুর কারাগারের পর এবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারাবন্দি পালিয়েছেন। আজ শনিবার (২৯ আগস্ট) ভোর থেকে রাজধানীর মিটফোর্ট হাসপাতাল থেকে মিন্টু মিয়া (৩৬) নামে ওই কয়েদি নিখোঁজ হন।

কারাসূত্রে জানা গেছে, পলাতক কয়েদি মিন্টু টাঙ্গাইল গোপালপুরের আজাহারুল ইসলামের ছেলে। তিনি টাঙ্গাইলের গোপালপুর থানার মাদক মামলার আসামি। তিনি বুকের ব্যথায় ভুগছিলেন। সেখান থেকে চিকিৎসার জন্য তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিলো। গতকাল শুক্রবার রাতে চিকিৎসার জন্য তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

এসময় তার পাহারায় তিনজন কারারক্ষী ছিলেন। তাদের চোখ ফাঁকি দিয়ে তিনি ভোরের দিকে পালিয়ে যান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম বলেন, তিনজন কারারক্ষী সঙ্গে থাকার পরও কয়েদি মিন্টু কীভাবে পালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এই আসামির বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

এরই মধ্যে আসামির বাড়িতেও লোক পাঠানো হয়েছে বলেও জানান মাহবুবুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন