উভয় পুঁজিবাজারে সূচক বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

গতকাল পয়েন্ট খুইয়েছিল দেশের উভয় পুঁজিবাজার। সেখান থেকে ফিরে আজ দুই স্টক এক্সচেঞ্জেই সূচক সামান্য বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৪ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে দশমিক ৪৯ শতাংশ।

ডিএসইতে আজ সারাদিন লেনদেন হয়েছে সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে। দুপুরের আগ পর্যন্ত বড় ধরনের উত্থানের আভাস পাওয়া যাচ্ছিল। তবে দুপুরের পর বেশিরভাগ সময় বাজার নিুমুখী থাকায় শেষ পর্যন্ত সূচকে সামান্যই উত্থান দেখা গেছে। ৪ হাজার ৭৬২ পয়েন্ট নিয়ে দিনের লেনদেন শুরু করা ডিএসইএক্স শেষ পর্যন্ত ৪ হাজার ৭৮১ পয়েন্টে দিনের লেনদেন শেষ করেছে, যা গতকালের চেয়ে ১৯ পয়েন্ট বা দশমিক ৪ শতাংশ বেশি।

ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস আজ ৯ পয়েন্ট বা দশমিক ৮৬ শতাংশ বেড়ে দিনশেষে ১ হাজার ১১৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১০৪ পয়েন্ট। ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৪ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ বেড়ে আজ লেনদেন শেষে ১ হাজার ৬৬০ পয়েন্টে দাঁড়িয়েছে, গতকাল যা ছিল ১ হাজার ৬৪৬ পয়েন্ট।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৭২টির, আর অপরিবর্তিত ছিল ৪৮টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইতে মোট লেনদেনের ২১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ খাত। ১৬ শতাংশ দখলে নিয়ে এরপরই রয়েছে বিবিধ খাত। এছাড়া ৮ শতাংশ দখলে নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র ও প্রকৌশল খাত।

ডিএসইতে গতকালের মতো আজও লেনদেনে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। সারাদিনে ৬৪ কোটি ৮ লাখ টাকায় কোম্পানিটির মোট ২ কোটি ৪৩ লাখ ৩৮ হাজার ৫৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। লেনেদেনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির মোট ৩৬ লাখ ৭৯ হাজার ৬৯৪টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৪০ কোটি ৪৬ লাখ টাকা। ২৪ কোটি ১১ লাখ টাকার লেনদেন নিয়ে এরপর রয়েছে গ্রামীণফোন লিমিটেড। আজ কোম্পানিটির মোট ৭ লাখ ৮৩ হাজার ৫৬৬টি শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে শীর্ষ ১০ সিকিউরিটিজের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ফার্মা লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, আইএফআইসি ব্যাংক লিমিটেড ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

ডিএসইতে আজ সমাপনী দরের ভিত্তিতে দরবৃদ্ধিতে শীর্ষে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সাইনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেক্সিমকো লিমিটেড ও সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এদিকে আজ ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষ ১০ সিকিউরিটিজ হলো- ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড, জিল বাংলা সুগার মিলস লিমিটেড, মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে আজ প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ৪০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৪৯ পয়েন্টে অবস্থান করছে। গত কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৮ হাজার ২০৯ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১১১টির, আর অপরিবর্তিত ছিল ৪৬টির বাজারদর।

আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বাড়লেও সিএসইতে তা সামান্য কমেছে। ডিএসইতে আজ মোট ৭৮৬ কোটি ২ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭২৯ কোটি ৩৭ লাখ টাকা। অন্যদিকে সিএসইতে সিএসইতে আজ ২৪ কোটি ৭৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩০ কোটি ১৯ লাখ টাকা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন