সবচেয়ে কম দামের ই-স্কুটার চালু ভারতের

বণিক বার্তা ডেস্ক

সাশ্রয়ী সামগ্রী নিয়ে আসার ক্ষেত্রে ভারতের খ্যাতনামা স্টার্টআপ ডেটেলের জুড়ি নেই। এর আগে মাত্র ২৯৯ রুপিতে বিশ্বের সবচেয়ে সস্তা ফোন হাজার ৯৯৯ রুপিতে এলইডি টিভি নিয়ে এসেছিল তারা। এবার সবচেয়ে কম দামি দুই চাকার বৈদ্যুতিক স্কুটার বাজারে আনা হচ্ছে। তার নাম রাখা হয়েছে ডেটেল ইজি। কোম্পানির দাবি, স্কুটার সস্তার পাশাপাশি নির্ভরযোগ্যও। খবর পিটিআই।

বৈদ্যুতিক স্কুটারের দামই এটিকে অন্য স্কুটার থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। জিএসটিসহ এর দাম ঠিক করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ রুপি। এটি কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা যেতে পারে। কোম্পানির দাবি, এটির দাম যেমন কম, তেমনি চালানোতেও খরচ হয় কম।

ডেটেল ইজি স্কুটারে পাইপের ২৫০ ওয়াটের বৈদ্যুতিক মোটর রয়েছে। এর সর্বোচ্চ গতিবেগ থাকছে ঘণ্টায় ২৫ কিলোমিটার। ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগে থেকে ঘণ্টা। ফুল চার্জের পর গাড়ি ৬০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন