চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর

বণিক বার্তা অনলাইন

বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আর নেই। আজ শনিবার করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রাজধানী ঢাকার বেসরকারি একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

শিল্পীর মেয়ে মুনিরা বশীর গণমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল ল ৯টা ১০ মিনিটে মুর্তজা বশীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট। মুর্তজা বশীর একাধারে চিত্রশিল্পী, ভাষাসংগ্রামী, গবেষক ও ঔপন্যাসিক। মহান ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্রদের মিছিলে পুলিশের গুলিবর্ষণের পর রক্তাক্ত আবুল বরকতকে যারা হাসপাতালে নিয়ে যান, মুর্তজা বশীরও তাদের মধ্যে ছিলেন।

বাংলাদেশের চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৯৮০ সালে তিনি একুশে পদক পান। ২০১৯ সালে শিল্পী মুর্তজা বশীরকে স্বাধীনতা পদক দেয়া হয়। 

>> গুরুতর অসুস্থ চিত্রশিল্পী মুর্তজা বশীর, হাসপাতালে ভর্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন