বিআইটিআইডিকে একটি আরটি-পিসিআর মেশিন দিল বিজিএমইএ

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম অঞ্চলের জনসাধারণের কভিড-১৯ পরীক্ষার সুবিধার্থে দেশের রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বিজিএমইএ চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসকে (বিআইটিআইডি) একটি আরটি-পিসিআর মেশিন অনুদান দিয়েছে। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে মেশিনটি বিআইটিআইডিকে হস্তান্তর করা হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবদুস সালাম এবং সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরেনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . গৌতম বৌদ্ধ দাশ, চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী, বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. এমএ হাসান, বিজিএমইএর সহসভাপতি এএম চৌধুরী সেলিম, পরিচালক অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন এনামুল আজিজ চৌধুরী, সাবেক প্রথম সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ, এসএম আবু তৈয়ব নাসিরউদ্দিন চৌধুরী এবং সাবেক পরিচালক আবদুল মান্নান রানা, এমদাদুল হক চৌধুরী, এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, সাইফ উল্লাহ মনসুরসহ পোশাক শিল্পের মালিকরা। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন