বিএসএমএমইউতে জাতীয় শোক দিবসের কর্মসূচি নিয়ে সভা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি চূড়ান্তকরণসংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের নিমিত্তে আজ বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা উল্লিখিত পরীক্ষা-নিরীক্ষাগুলো বিনা মূল্যে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব বিভাগীয় চেয়ারম্যান পরিচালককে (হাসপাতাল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আজ হাসপাতালের বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখা শুরু করবেন। বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসাসেবা দেবেন। সকাল ৮টা ৩০ মিনিট থেকে বেলা ১টা ৩০ পর্যন্ত সেবা দেয়া হবে।

এছাড়া পরীক্ষা-নিরীক্ষা সেবাও বিনা মূল্যে দেয়া হবে। এসব সেবার মধ্যে রয়েছেইউরিন আর/এম/, সিভিসি, পিবিএফ, ইউরিন ফর সি/এস, উইডাল টেস্ট, সিআরপি, আরবিএস, এস. ক্রিয়েটিনিন, এস. এএলটি, ব্লাড গ্রুপিং, এইচবিএসএজি, অ্যান্টি-এইচসিভিসি, এক্স-রে চেস্ট, আলট্রাসনোগ্রাম অব হোল অ্যাবডোমেন।  এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ অন্যান্য কর্মসূচি রাখা হয়েছে। বিজ্ঞপ্তি  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন