স্ন্যাপড্রাগন প্রসেসরচালিত অ্যান্ড্রয়েড ফোন নিরাপত্তা ঝুঁকিতে

বণিক বার্তা ডেস্ক

মার্কিন সেমিকন্ডাক্টর নির্মাতা কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরের কোডে চারশর বেশি ত্রুটি আবিষ্কার করেছেন গবেষণা প্রতিষ্ঠান চেক পয়েন্টের গবেষকরা। এসব ত্রুটির কারণে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন স্ন্যাপড্রাগন প্রসেসরচালিত বিপুলসংখ্যক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী। স্ন্যাপড্রাগন প্রসেসরের ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ডিভাইস ব্যবহারকারীর ছবি, ভিডিও ভয়েস কল এবং জিপিএস ডাটার ওপর নজরদারি চালাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে গুগল, স্যামসাং, এলজি, শাওমি ওয়ানপ্লাসসহ অন্যান্য ব্র্যান্ডের ৪০ শতাংশের বেশি অ্যান্ড্রয়েড ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। প্রসেসর চিপের ত্রুটি কাজে লাগিয়ে ডিভাইস অকেজো বা বিপজ্জনক ম্যালওয়্যার ইনস্টল করা সম্ভব বলে দাবি করেছে চেক পয়েন্ট।

গবেষকরা বলছেন, ত্রুটির সুযোগ নিতে ব্যবহারকারীকে শুধু একটি অ্যাপ ইনস্টলের প্রলোভন দেখাতে হবে। কোয়ালকমের দাবি, তারা এরই মধ্যে চিপের ত্রুটি সারিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন