জাতীয় শোক দিবসে যত আয়োজন

ফিচার প্রতিবেদক

আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। বাঙালির ইতিহাসে একটি শোকবিহ্বল দিন আজ। দিনটিকে স্মরণ করে প্রতি বছর টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে। ১৫ আগস্ট ঘিরে নির্মাণ করা হয় বিশেষ নাটক, তথ্যচিত্র, সংগীতানুষ্ঠান। এবারো আছে সে রকম অনেক আয়োজন। বিভিন্ন চ্যানেলজুড়ে দিনব্যাপী সম্প্রচারিত এসব অনুষ্ঠান। টিভি চ্যানেলগুলো শোক দিবসের বিশেষ আয়োজনে সাজিয়েছে তাদের অনুষ্ঠানমালা

শোক দিবসের বিশেষ নাটক

জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মিত হয়েছে একাধিক নাটক। আজ বিভিন্ন চ্যানেলজুড়ে নাটকগুলো প্রচারিত হবে।

রক্তস্নাত আগস্ট

দুই বন্ধুর কাহিনী নিয়ে নির্মিত নাটক রক্তস্নাত আগস্ট আজ রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে। সহিদ রাহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শ্রাবনী ফেরদৌস। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রুনা খান, অপর্ণা ঘোষ, মাসুম বাশার প্রমুখ।


প্রতিরোধ যুদ্ধে দুই বীর কমরদ্দির সম্বল

নাটক দুটি নির্মাণ করেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। সহিদ রাহমানের রচিত গল্প মহামানবের দেশে অবলম্বনে নির্মিত প্রতিরোধ যুদ্ধে দুই বীর কাহিনীচিত্রটি আজ চ্যানেল আইয়ে রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে। এর চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার। এতে অভিনয় করেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন, শতাব্দী ওয়াদুদসহ আরো অনেকে। মাসুম রেজার রচনায় শোক দিবসের আরেকটি বিশেষ নাটক কমরদ্দির সম্বল আজ বাংলাভিশনে প্রচারিত হবে। নাটকটিতে তারিক আনাম খান, আইরিন তানি, রতন সরকারসহ আরো অনেককেই দেখা যাবে।

আমাদের খোকা

সোনার বাংলা গড়ে তোলার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনে ছিল অনেক স্বপ্ন। সেই স্বপ্নের বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক আমাদের খোকা নাটকটি রচনা, চিত্রনাট্য পরিচালনা করেছেন সুমন ধর। নাটকটি আজ বাংলাভিশনে প্রচার হবে।

চ্যানেলজুড়ে থাকছে একাধিক তথ্যচিত্র

প্রামাণ্যচিত্র হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি দীপ্ত টিভিতে আজ বিকাল ৪টা ০৫ মিনিটে প্রিমিয়ার হবে। এতে বঙ্গবন্ধুর শিশুকাল, কৈশোরকাল, কলকাতার জীবন, দেশ ভাগের ব্যথা আওয়ামী লীগের জন্মের শুরুর কথাসহ তার জীবনের নানা ঘটনাবলি উঠে এসেছে। প্রামাণ্যচিত্র ভাবনা, গবেষণা প্রযোজনা করেছেন সৈয়দ সাজেদুর রহমান ফিরোজ এবং আর্কাইভ, চিত্রনাট্য নির্মাণ করেছেন নোমান রবিন। এটিএন বাংলায় দুপুর ১২টা ২০ মিনিটে আমজাদ কবীর চৌধুরী পরিচালিত তথ্যচিত্র মহানায়ক এবং রাত ১১টা ১০ মিনিটে তথ্যচিত্র আমাদের বঙ্গবন্ধু প্রচার হবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ওপর নির্মিত তথ্যচিত্র রক্তাক্ত ১৫ আগস্ট রাশেদ আহমেদের পরিকল্পনা উপস্থাপনায় তথ্যচিত্রটি মাছরাঙা টেলিভিশনে আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত প্রচারিত হবে।

বিশেষ সংগীতানুষ্ঠান

আজকের বিশেষ দিনে আরটিভি আয়োজন করেছে বিশেষ সংগীতানুষ্ঠান হূদয়ে বঙ্গবন্ধু অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মাহিদুল ইসলাম। এতে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী অপু আমান, রন্টি দাস। আজ বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। এদিকে বঙ্গবন্ধুকে নিয়ে শিরোনামে গানের অনুষ্ঠানের আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন সুজেয় শ্যাম। আর গান পরিবেশন করবেন সংগীতশিল্পী অপু নির্ঝর। এটি আজ রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত চলবে।

স্টারটকের বিশেষ আয়োজন

আজ জাতীয় শোক দিবস উপলক্ষে রাত ৯টায় ফেসবুক ইউটিউবভিত্তিক টকশো স্টারটকে থাকছে বঙ্গবন্ধু শীর্ষক বিশেষ আয়োজন। আয়োজনে সরাসরি উপস্থিত থাকবেন দেশবরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সংগীতশিল্পী শারমিন সাথী ইসলাম বুলবুল ইসলাম এবং অভিনয়শিল্পী নাট্যনির্দেশক ত্রপা মজুমদার। বরাবরের মতো অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন বিজ্ঞাপনচিত্র নির্মাতা নাট্যকর্মী সৈয়দ আপন আহসান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন