শেষের দিকে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের ভিত্তি নির্মাণ

বণিক বার্তা ডেস্ক

দুবাই মেরিনাতে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের ভিত্তি স্থাপনের কাজ শেষের পথে। ডেভেলপাররা জানাচ্ছেন, সিয়েল হোটেল প্রকল্পটি অনেকদূর এগিয়েছে। খবর গালফ নিউজ।

৮২ তলা ভবনটির ডেভেলপারের দায়িত্ব পালন করছে দ্য ফার্স্ট গ্রুপ। এছাড়া ভবনটি নির্মাণের চুক্তি চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের হাতে। আয়ের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নির্মাণ প্রকৌশল কোম্পানি এটি।

সিয়েল হোটেলের ভিত্তি স্থাপনে ১১ হাজার ৮০০ ঘনমিটার কংক্রিট হাজার টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। চলতি সপ্তাহে হাজার ঘনমিটার কংক্রিট ঢালা হয়েছে। ফাউন্ডেশনের সর্বশেষ হাজার ঘনমিটার কংক্রিট আগামী সেপ্টেম্বর ব্যবহার করা হবে।

দ্য ফার্স্ট গ্রুপের রব বার্নস বলেন, দুবাইয়ে আমাদের ১৮তম প্রকল্প হচ্ছে সিয়েল এবং এটা আমাদের সবচেয়ে বড় সবচেয়ে জটিল প্রকল্প।

নরের নকশায় নির্মিত ৩৬৫ মিটার উঁচু হোটেলটিতে হাজার ৪২টি কক্ষ থাকবে। এর মধ্যে থাকছে ১৫০টি স্যুট এবং ৮১তম তলায় থাকছে একটি অবজারভেটরি লাউঞ্জ। এছাড়া সেখানে থাকছে স্কাই টেরাস, যেখানে থাকবে একটি ইনফিনিটি পুল, বার অবজারভেশন ডেক।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন