মাদাগাস্কারের প্রেসিডেন্টের ভেষজ ওষুধ

সংক্রমণ প্রতিরোধে ব্যর্থ

বণিক বার্তা ডেস্ক

মাদাগাস্কারের হাসপাতালগুলো যখন করোনাভাইরাসের তীব্র সংকট মোকাবেলার জন্য লড়াই করছে, তখনো দেশটির প্রেসিডেন্ট বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এমন একটি ভেষজ ওষুধের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।  ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রে গত মাসের তুলনায় সংক্রমণ চার গুণ বেড়েছে। সংক্রমণের তীব্রতা সত্ত্বেও প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা কভিড-অর্গানিকস নামক ভেষজ সংমিশ্রণের পাশে দাঁড়িয়েছেন, যা এপ্রিল মাসে প্রচণ্ড উৎসাহের মধ্য দিয়ে চালু হয়েছিল। মাসের শুরুর দিকেও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সঙ্গে প্রেসিডেন্ট ওষুধটি বিতরণ করেছেন। কিন্তু এখন পর্যন্ত ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালগুলোর ফলাফলও প্রকাশ করা হয়নি। বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন