চমেক হাসপাতালে মারামারির ঘটনায় ১১ শিক্ষার্থী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ছাত্রাবাসে মারামারির ঘটনায় পর চকবাজার এলাকায় ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সবাই সবাই চমেকের শিক্ষার্থী।

শুক্রবার দুপুরে চমেক ক্যাম্পাসের আশপাশের এলাকা থেকে এসব শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন বলেন, চমেক ছাত্রাবাসে মারামারির ঘটনায় পর চকবাজার এলাকায় ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি রুহুল আমীন বলেন, ইন্টার্ন চিকিৎসক আউয়াল রাফি বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গ্রেফতার ১১ জন শিক্ষার্থীকে আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। শুক্রবার সকাল ১০টায় হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশও করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন