সাবরিনা-আরিফের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

আদালত প্রতিবেদক

নভেল করোনাভাইরাস সংক্রমণ শনাক্তে নমুনা পরীক্ষার নামে জেকেজি হেলথ কেয়ারের প্রতারণা জাল সনদ দেয়ার অভিযোগের মামলায় প্রতিষ্ঠানটির দুই শীর্ষ কর্মকর্তা ডা. সাবরিনা আরিফুল চৌধুরীসহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২০ আগস্ট দিন ধার্য করেছেন বিচারক। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী আদেশ দেন।

এদিন মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আদেশ দেন।

অন্য ছয় আসামিরা হলেন সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস মামুনুর রশীদ। বর্তমানে আট আসামিই কারাগারে রয়েছেন।

ডা. সাবরিনা সরকারি হাসপাতাল জাতীয় হূদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চাকরি করার পরও তিনি জেকেজির চেয়ারম্যান ছিলেন। আর তার স্বামী আরিফুল চৌধুরী ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন