যাত্রীদের নিজস্ব ব্র্যান্ডের পানি সরবরাহ করবে রেল

নিজস্ব প্রতিবেদক

ভ্রমণরত যাত্রীদের নিজস্ব ব্র্যান্ডের বোতলজাত পানি সরবরাহ করবে বাংলাদেশ রেলওয়ে। ব্র্যান্ডের নাম রেল পানি রেলওয়েকে ব্র্যান্ডের পানি সরবরাহ করবে শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজ প্রাইভেট লিমিটেড। গতকাল প্রতিষ্ঠানটির সঙ্গে -সম্পর্কিত একটি চুক্তি সই করেছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) রাশিদা গনি শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে তিনি বলেন, যাত্রীসেবা বাড়ানোর জন্য নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে। রেলওয়েতে একটি নিজস্ব ব্র্যান্ডের পানি সরবরাহের ফলে সেবার মান বাড়বে।

সময় তিনি পণ্যের সরকার নির্ধারিত দাম গুণগত মান ঠিক রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামছুজ্জামানসহ রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন