সূচকের উত্থানে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ কর্মদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ১৩ পয়েন্ট বেড়েছে। আজ এক্সচেঞ্জটিতে দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১৩০টির আর অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ারদর।

ডিএসইতে আজ ১ হাজার ২০৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮৭ কোটি ৩৯ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ১২০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।

এদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এক্সচেঞ্জটি প্রধান সূচক সিএসসিএক্স ১১১ পয়েন্ট বা ১ দশমিক ৩৯ শতাংশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৩ পয়েন্টে। টাকার অংকে আজ সিএসইতে ৩৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৬৬টির দর বেড়েছে, কমেছে ৯৬টির। আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন