স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা

নিজস্ব প্রতিবেদক

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

আগামী ২০ আগস্ট থেকে এ আদশ কার্যকর হবে বলে জানানো হয়েছে উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে।

মার্চের শুরুর দিকে থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। 

পরে ১৮ এপ্রিল বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং সিনিয়র শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি করে ১৭ সদস্যের জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি গঠন করে সরকার। সেই কমিটির সদস্যসচিবের দায়িত্ব পান ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরার বদলি বিষয়ক প্রজ্ঞাপন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন