শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৩তম ইজিএম

অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি টাকায় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৩তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত ইজিএমে ব্যাংকের অনুমোদিত মূলধন হাজার কোটি থেকে দেড় হাজার কোটি টাকায় বৃদ্ধির প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত অনুমোদিত হয়। এছাড়া সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ( শতাংশ স্টক শতাংশ ক্যাশ) অনুমোদিত হয়।

সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ছাড়াও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের ইভিপি কোম্পানি সচিব মো. আবুল বাশার। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া মো. আব্দুল বারেক, পরিচালক . আনোয়ার হোসেন খান, মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, মো. গোলাম কুদ্দুছ, ফকির আখতারুজ্জামান, মিসেস জেবুন নাহার ফকির মাশরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কেএএম মাজেদুর রহমান নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের বহিঃনিরীক্ষকের প্রতিনিধি ওয়াসিক আব্দুল্লাহ মোমিত, ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজীজ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আব্দুল আজিজ এসএম মঈনুদ্দীন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী, ইমতিয়াজ ইউ আহমেদ নাসিম সেকান্দার এবং ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন