রাশিয়ার ভ্যাকসিন নিয়ে ফাউসির সন্দেহ

বণিক বার্তা ডেস্ক

রাশিয়া তাদের করোনাভাইরাস ভ্যাকসিনকে নিরাপদ কার্যকর প্রমাণ করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের সেরা সংক্রামক রোগ বিশেষজ্ঞ . অ্যান্থনি ফাউসি। মস্কো গত মঙ্গলবার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে।

. ফাউসি এবিসি নিউজের ডেবোরাহ রবার্টসকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, আাামি আশা করি ভ্যাকসিনটি নিরাপদ কার্যকর বিষয়ে রাশিয়ার কাছে প্রমাণ আছে। কিন্তু আমার বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে যে তারা সত্যিই এই প্রমাণ সংগ্রহ করেছে কিনা। ফাউসি আরো বলেন, ভ্যাকসিন তৈরি করা আর সেটা নিরাপদ কার্যকর প্রমাণ করা দুটো ভিন্ন বিষয়। আমাদের কাছে প্রায় হাফ ডজনের বেশি ভ্যাকসিন আছে। এখন আমরা যদি মানুষের ক্ষতি করতে কিংবা কাজ করে না এমন ভ্যাকসিন তাদের দিতে চাই তাহলে সেটা শুরু করতে পারি। আমরা চাইলে সেটা আগামী সপ্তাহ থেকেই শুরু করতে পারি। কিন্তু এটা কাজের যথাযথ পদ্ধতি নয়। ফাউসি বলেন, আমেরিকানরা যখন চীন বা রাশিয়ার ভ্যাকসিনের কথা শোনে তখন তাদের এটা মনে রাখা উচিত যে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট মানের নিরাপত্তা কার্যকারিতার আদর্শ মেনে চলে।

উল্লেখ্য, ৫০ শতাংশ কার্যকারিতা না দেখাতে পারলে যুক্তরাষ্ট্র কোনো ভ্যাকসিনের অনুমোদন দেয় না।

সিএনএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন