জিটিই ও টেলিটকের আয়োজনে অনলাইন কর্মশালা আয়োজিত

নিজস্ব প্রতিবেদক

টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ কনজিউমার প্রযুক্তি সেবাদানে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিটিই করপোরেশন সম্প্রতি সেলফোন অপারেটর টেলিটকের সঙ্গে মিলে বাংলাদেশে লিডিং ফাইভজি ট্যুর ২০২০-এক্সিবিশন হল ওভারভিউ শীর্ষক প্রথম একটি বৈদেশিক অনলাইন কর্মশালা সম্পন্ন করেছে টেলিটক বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় জিএসএম, থ্রিজি এলটিইভিত্তিক সেলফোন অপারেটর, যা ২০০৪ সালে কার্যক্রম শুরু করে

নভেল করোনাভাইরাসের কারণে জিটিই তাদের গ্রাহকদের সঙ্গে ফেস টু ফেস যোগাযোগ বাতিল করে এবং অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত কর্মশালাটিতে ৪০টি সংযোগস্থল থেকে একযোগে কানেকশন অ্যাক্সেস করা সম্ভব হয় সেই সঙ্গে একই সময়ে ১৩ জনের অধিক মানুষ একটি স্থিতিশীল নেটওয়ার্ক কমিউনিকেশনের মাধ্যমে এতে অংশগ্রহণ করেন

জিটিই তাদের নিজেদের উদ্ভাবিত চিপ, লেটেস্ট ওয়্যারেবল বেস স্টেশন এবং কোর মেশিনারিজসহ অন্যান্য প্রযুক্তি প্রদর্শন ব্যাখ্যা করার জন্য গ্রাহকদের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শেনজেন সদর দপ্তরের প্রদর্শনী দেখার সুযোগ করে দেয় কর্মশালার মূল উপস্থাপিত বিষয় ছিল জিটিই ওপেন ল্যাব এবং সদর দপ্তর জিটিই এসডিএন/এনএফভি জয়েন্ট ওপেন ল্যাব এবং শেনজেন সদর দপ্তর মূলত কাটিং এজ প্রযুক্তি, যেমন ফাইভজি প্রযুক্তি ভার্চুয়াল আর্কিটেকচারের অনুসন্ধান এবং যাচাইসহ জিটিইর বিভিন্ন পণ্যের মিশ্রণ এবং অংশীদারদের সঙ্গে এসব পণ্যের সামঞ্জস্যতা এখানে পরীক্ষা করা হয়

জিটিই বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার প্যাং উয়ে এবং গ্রাহকরা কর্মশালায় তাদের বক্তব্য প্রদান করেন

তারা উভয় পক্ষের দীর্ঘমেয়াদি সহযোগিতার ইতিহাস পর্যালোচনা করেন এবং অধিকতর পারস্পরিক সুবিধা এবং ভবিষ্যতে ফাইভজি বিকাশের রাস্তায় উইন-উইন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন এরপর জিটিইর সদর দপ্তরের উচ্চ পর্যায়ের এক বিশেষজ্ঞ দল ফাইভজি নিয়ে বিশেষ বক্তব্য দেন যোগাযোগ শিল্পের বিকাশের প্রবণতা, টেলিটকের ভবিষ্যৎ উন্নয়ন কৌশল, ফাইভজির বিবর্তন বিস্তৃতি নিয়ে উভয় পক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তারা সুনিপুণ আলোচনা করেন কর্মশালায় গ্রাহকরা ফাইভজির অগ্রগতি, উন্নয়ন কৌশল, বিস্তৃৃতি পরামর্শ ইত্যাদির মতো কাস্টমাইজড বিষয়গুলোর ওপর জিটিইর বিশেষজ্ঞদের কথা শুনেছেন

গ্রাহক, ক্যারিয়ার, প্রতিষ্ঠান এবং সরকারি খাতের গ্রাহকদের জন্য অত্যাধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা, মোবাইল ডিভাইস এবং এন্টারপ্রাইজ টেকনোলজি সল্যুশন নিয়ে কাজ করে জিটিই টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি খাত একীভূতকরণে নিজেদের ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি গ্রাহকদের এন্ড-টু-এন্ড উদ্ভাবনী সেবাদানে উত্কর্ষ অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন