‘খুব ভালো অভিনয় করেছ সাফা’

গত ঈদে পুরনো কাজ প্রচারিত হলেও এবার ঈদুল আজহায় বেশ কয়েকটি নতুন নাটকে দেখা গেছে অভিনেত্রী সাফা কবিরকে

অভিনেত্রীর মতে, নাটকগুলোর জন্য ভালো সাড়া পাচ্ছেন তিনি এর মধ্যে তার ভিকটিম নাটকটি আলোচনায় এসেছে সম্প্রতি টকিজের মুখোমুখি হয়ে ঈদ নাটক অন্যান্য বিষয়ে কথা বলেছেন সাফা সাক্ষাত্কার নিয়েছেন রাইসা জান্নাত

এবার ঈদে আপনার কয়েকটি নতুন নাটক প্রচারিত হয়েছে এর মধ্যে ভিকটিম নাটকটি বেশ সাড়া ফেলেছে নাটকটিতে আপনার অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাই

ঈদে আমার আটটি নাটক প্রচারিত হয়েছে ভিকটিম আমার খুবই পছন্দের একটি কাজ গল্পটা খুবই সুন্দর নাটকটিতে কাজের সময় প্রথমে একটু ভয় লেগেছিল অপি করিম আপুর সঙ্গে পর্দা ভাগ করতে হবে কিন্তু তার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে আর আশফাক নিপুণ ভাইয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময় অন্যরকম তিনি সবসময় সবকিছু গুছিয়ে বুঝিয়ে দেন সব মিলিয়ে নাটকটিতে কাজের অভিজ্ঞতা দারুণ


নাটকে সিনিয়র অভিনেত্রী অপি করিমের সঙ্গে পর্দা ভাগ করেছেন তার সঙ্গে শুটিংয়ের সময়কার কোনো ঘটনা শেয়ার করবেন?

নাটকে অপি আপুর সঙ্গে আমার একটি দৃশ্য ছিল যদিও দৃশ্যটা করার সময় নার্ভাস ছিলাম, কিন্তু খুব ভালো হয়েছে দৃশ্যটা করার পর অপি আপু আমাকে নিজে বলেছেন, দৃশ্যে তোমার অভিনয় খুব ভালো লেগেছে, খুব ভালো করেছ সাফা আমার কাছে এটা অনেক বড় একটা পাওয়া

অনেক দিন পর চেনা গল্পের সুন্দর উপস্থাপনের একটি নাটক দর্শকরা ঈদে উপভোগ করেছেন, তা কি?

অবশ্যই এটা এমন একটা গল্প, যে গল্পগুলো মানুষ দেখতে চাই এটা বাস্তব ঘটনাও এগুলো আমাদের আশপাশে ঘটতে থাকে সুন্দর গল্পের জন্য আমার মনে হয় দর্শকরা ভিকটিম নাটকটি দেখতে পারেন

ভিকটিমের পর পছন্দের তালিকায় আপনার কোন নাটককে এগিয়ে রাখবেন?

ভিকটিমের পর বিটার লাভ স্টোরি নাটকে কাজ করে ভালো লেগেছে এখানে আমার সহশিল্পী ছিলেন তাহসান ভাইয়া নাটকটির জন্য ভালো সাড়া পাচ্ছি এরপর নির্মাতা ইমরাউল রাফাত ভাইয়ের পরিচালনায় নিউলি ম্যারিড নাটকের গল্পটি খুব সুন্দর এছাড়া পাসওয়ার্ড, তাহাদের ভালোবাসাসহ বাকি নাটকগুলোও আমার পছন্দের

প্রতিটি নাটকে নিশ্চয়ই নতুনত্ব ছিল?

এবার খুব বেশি এক্সপেরিমেন্ট করার সুযোগ হয়নি আমি আমার নির্মাতাদের প্রতি কৃতজ্ঞ তারা আমার কথা রেখেছেন আমি কিন্তু ঈদের আগে শেষের দিকে শুটিংয়ে ফিরেছি নির্মাতাদের বলেছিলাম, আমি বাসার বাইরে শুটিং করব না সুতরাং আমাকে নিয়ে কাজের ক্ষেত্রে গল্পগুলোকে ঘরকেন্দ্রিক ভাবতে হয়েছে তাদের অন্যান্য ঈদে যেমন নিজের চরিত্র নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করি, এবার তা সম্ভব হয়নি তবে চেষ্টা করেছি, ঘরের মধ্যে শুটিং করে কীভাবে দর্শকদের আনন্দ ভালো কাজ উপহার দেয়া যায়


ঘরকেন্দ্রিক শুটিংয়ের অভিজ্ঞতা কেমন?

ভালো না আমাদের জন্য ঈদ একটা বড় উৎসব ঈদের আয়োজন অন্যরকম হয়ে থাকে কিন্তু এবার কিছুই ছিল না বাইরের লোকেশনে শুটিং হয়নি চার দেয়ালের ভেতরে যতটুকু সম্ভব ততটুকু শুটিং হয়েছে এভাবে কাজের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতাও ছিল তবে দর্শকদের কথা ভেবে দায়িত্বশীলতার জায়গা থেকে কাজগুলো করেছি

নতুন কাজ শুরু করবেন কবে?

কিছু কাজের কথা চলছে সবকিছু ঠিক থাকলে মাসের শেষে কাজ শুরু করতে পারি

আপনার ইউটিউব চ্যানেল নিয়ে আপনি বেশ সরব নতুন নতুন সব ভিডিও সেখানে দেখতে পাওয়া যায় সামনে দর্শক ভক্তদের জন্য নতুন কী আকর্ষণ থাকছে?

আমি আমার সহশিল্পীদের সঙ্গে একটি মজার গেম খেলছি সে কাজটির এখন সম্পাদনা চলছে এছাড়া অনেকেই চলাফেরার সময় সঠিকভাবে মাস্ক পরেন না বিষয়টি নিয়ে আরেকটি ভিডিও ক্লিপ তৈরির কাজ করছি মাস্ক কীভাবে পরা উচিত না

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন