তারেক মাসুদ স্মরণে স্মৃতিতর্পণ ও প্রদীপ প্রজ্বালন কর্মসূচি

ফিচার প্রতিবেদক

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে তারেক মাসুদ অন্যতম একটি নাম নয় বছর আগে ২০১১ সালের আজকের দিনে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, প্রখ্যাত চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ আরো তিনজন চলচ্চিত্রকর্মী নিহত হন দেশের চলচ্চিত্র অঙ্গনের যে অভাবনীয় ক্ষতি সেদিন হয়েছিল, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয় শোকাবহ দিনটি স্মরণে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে স্মৃতিতর্পণ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি গ্রহণ করেছে ম্যুভিয়ানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়

কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাত ৯টায় অনলাইনে স্মরণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে আলোচনাটি ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি, বাংলাদেশ-এর ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচারিত হয়

স্মৃতিতর্পণে অংশগ্রহণে ছিলেন তারেক মাসুদের সহধর্মির্ণী চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, চলচ্চিত্র গবেষক অধ্যাপক ফাহমিদুল হক, সাংবাদিক আসিফ মুনীর, শব্দগ্রাহক নাহিদ মাসুদ, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়েত হোসেন মামুন

অনুষ্ঠানের অংশ হিসেবে আজ সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়কদ্বীপে সংরক্ষিত তারেক মাসুদ মিশুক মুনীর স্মরণে সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনায় মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে বাংলাদেশে সড়ক মহাসড়কে নিহত সব মানুষকে স্মরণ করা হবে আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন