ডিএসইতে লেনেদেনে শীর্ষে বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির মোট ৫৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আজ কোম্পানিটির মোট ৫৭ লাখ ৭০ হাজার ৫২৭টি শেয়ার হাতবদল হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ২৫ লাখ ১৪ হাজার ১৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৪০ কোটি ৮৯ লাখ টাকা।

বেক্সিমকো ফার্মা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৭ লাখ ৪৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৪০ কোটি ৬১ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, বিএটিবিসি, নাহি অ্যালুমিনিয়াম, গ্রামীণফোন, ফুয়াং ফুড, লাফার্জহোলসিম ও নিটল ইন্স্যুরেন্স লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন