ডিএসইতে ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ২১টি কোম্পানির শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫৩ লাখ ১ হাজার ৮৩৪টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৫২ কোটি ১১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের।

দ্বিতীয় অবস্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের ব্লম মার্কেটে ৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য শেয়ারগুলো হলো- অগ্নি সিস্টেমস, বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ফাইন ফুডস, ফু-ওয়াং ফুড, গ্রামীণফোন, লাফার্জহোলসিম, মুন্নু সিরামিক, নাহি অ্যালুমিনিয়াম, নর্দার্ন জুট, রেকিট বেনকিজার, রিপাবলিক ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন