সূচক ও লেনদেনে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক

মূল্য সংশোধনের একদিন পরই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনে বড় উত্থান হয়েছে। আজ বুধবার ডিএসইর প্রধান সূচক ১০০ পয়েন্ট বা ২ শতাংশ বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনও বেড়েছে। দেশের আরেক শেয়ারবাজার চট্টগাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

আজ ডিএসইএক্স ১০০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৩৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৭ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১১৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ারদর।

আজ ডিএসইতে ১ হাজার ১২০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৭২ কোটি ২৯ লাখ টাকা বেশি। সোমবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮ কোটি ৮ লাখ টাকার।

এদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৮২ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে আজ ২৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৬৮টির দর বেড়েছে, কমেছে ৮১টির। আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন