এসডিজি অর্জনে তরুণদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান টিআইবির

নিজস্ব প্রতিবেদক

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে সিদ্ধান্তগ্রহণ, নীতি-কৌশল প্রণয়ন, কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সেগুলোর বাস্তবায়নে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশাল বাংলাদেশ (টিআইবি) একই সঙ্গে টিআইবি দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন দুর্নীতি নির্মূলের আহ্বান এবং ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ প্রয়োগ বন্ধ করা বিতর্কিত ধারা বাতিলের দাবি জানিয়েছে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সরকার সংশ্লিষ্ট অংশীজনের দৃষ্টি আকর্ষণ করে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি আহ্বান জানায়

এসডিজির ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্যের মধ্যে ২০টিতেই সরাসরি তরুণদের কথা বলা হয়েছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক . ইফতেখারুজ্জামান বলেন, এসডিজি অর্জনের সক্রিয় অংশীজন হিসেবে যুব সমাজ যাতে সিদ্ধান্তগ্রহণ, নীতি-কৌশল প্রণয়ন, কর্মপরিকল্পনা নির্ধারণ এবং তার বাস্তবায়নকারীর ভূমিকা পালনে সক্ষম হতে পারে তার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে

কভিড-১৯ পরিস্থিতিতে তরুণ জনগোষ্ঠী শিক্ষা, পেশা মানসিক স্বাস্থ্যগত ব্যাপক ঝুঁকির মধ্যে আছে উল্লেখ করে তিনি বলেন, পুরো বিশ্বের মতো কভিড-১৯ বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যাপক গভীর ক্ষত তৈরি করেছে সমাজের সব শ্রেণী-পেশার মানুষের ওপর এর প্রভাব পড়লেও বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর জন্য ঝুঁকিটা বেশি অতিমারী পরিস্থিতিতে তরুণদের চাকরির ক্ষেত্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের কর্মক্ষেত্র সংকুচিত হয়েছে; নতুন অভিনব কর্মক্ষেত্রে অভিগম্যতার ক্ষেত্রে বাংলাদেশের বিশাল সম্ভাবনাময় তরুণদের সিংহভাগই পিছিয়ে আছে নতুন স্বাভাবিকতায় বাজারে যে নতুন ধরনের দক্ষতার প্রয়োজন হবে, একদিকে আমাদের শিক্ষা ব্যবস্থার পুঞ্জীভূত দুর্বলতা অন্যদিকে দীর্ঘদিন প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে যুক্ত না থাকায় সেটি অর্জনও তরুণদের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এমন বাস্তবতায় ভবিষ্যৎ ভাবনায় তাদের মানসিক স্বাস্থ্যেও ব্যাপক প্রভাব পড়ছে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের অংশগ্রহণে সিদ্ধান্ত কর্মপরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন জরুরি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন