অতিদরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পে অনিয়ম

আবারো চার সদস্যের তদন্ত কমিটি গঠন

বণিক বার্তা প্রতিনিধি সুনামগঞ্জ

সুনামগঞ্জে অতিদরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পে অনিয়মের ঘটনা তদন্তে আবারো চার সদস্যের কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ

গত রোববার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল মাহমুদকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয় ৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, সদস্য ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কালাম আজাদ সদস্য সচিব জেলা ত্রাণ পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) জহিরুল ইসলাম

গতকাল বিকালে বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ

তিনি জানান, দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের অতিদরিদ্রদের কর্মসংস্থানে সাতটি প্রকল্পসহ নানা অভিযোগে স্থানীয় সরকার বিভাগের একটি তদন্ত কমিটিতে আমাকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি নির্ধারিত সময়ের মধ্যে আমরা জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন প্রেরণ করব

ব্যাপারে সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শরীফুর ইসলাম বলেন, এই চেয়ারম্যানের বিরুদ্ধে অতিদরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পের টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে একজন ম্যাজিস্ট্রেটকে দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি বাদ দিয়ে নতুন করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি বড় করে গঠন করা হয়

এসব অনিয়মে চেয়ারম্যান জড়িত তদন্তে প্রমাণ হলে স্থানীয় সরকার বিভাগ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বরাবর সুপারিশ প্রেরণ করা হবে

উল্লেখ্য, গত জুলাই অতিদরিদ্রদের কর্মসংস্থান প্রকল্প সুবিধাভোগীর তালিকায় মৃত ব্যক্তি, পাগল প্রবাসী শিরোনামে বণিক বার্তায় সংবাদ প্রকাশিত হয় এরই জেরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজি আনোয়ার মিয়া আনু ইউপির সদস্য আলী হোসেনসহ সাত প্রকল্পের সভাপতিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে প্রশাসন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন