ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

কর্মকর্তাদের সৃজনশীলতার সর্বোচ্চ ব্যবহারের আহ্বান এমডির

নিজস্ব প্রতিবেদক

অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সৃজনশীলতার সর্বোচ্চ ব্যবহারের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উল আলম একই সঙ্গে ব্যাংকের প্রযুক্তিসমৃদ্ধ কল্যাণমুখী সেবা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি গত সোমবার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে আয়োজিত ব্যাংকের করপোরেট শাখাগুলোর ব্যবসায় উন্নয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান জানান তিনি

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এএমডি মুহাম্মদ কায়সার আলী মো. ওমর ফারুক খান

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব উল আলম শোকাবহ আগস্টের স্মৃতি স্মরণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের জন্য তার অবদান উল্লেখ করেন তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে করোনা মহামারী, বন্যাসহ নানা সংকট মোকাবেলা করে তিনি দেশের অর্থনীতিকে সফলভাবে পরিচালনার দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন

তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকের কর্মীরা শত প্রতিকূলতার মধ্যেও নিজেদের দায়িত্ব যথাযথ পালন করে চলেছেন; যার কারণে রেমিট্যান্সসহ সব ক্ষেত্রেই ব্যাংকের অগ্রগতি অব্যাহত রয়েছে তিনি ব্যাংকের অর্জিত সাফল্যের জন্য কেন্দ্রীয় ব্যাংকসহ সব নিয়ন্ত্রক সংস্থা, পরিচালনা পর্ষদ, শেয়ারহোল্ডার, দেশের প্রবাসী গ্রাহক শুভানুধ্যায়ী এবং সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন কৃতজ্ঞতা প্রকাশ করেন

সম্মেলনে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবু রেজা মো. ইয়াহিয়া, এএএম হাবিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান মো. মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মতিয়ার রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মুহাম্মদ সাঈদ উল্যাহ, জিএম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের সেলিম আনোয়ার এছাড়া ব্যাংকের করপোরেট শাখাগুলোর প্রধানরাও সম্মেলনে অংশগ্রহণ করেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন