কৃত্রিম শব্দে বাড়িতে থেকেও অফিসের অনুভূতি

বণিক বার্তা ডেস্ক

লকডাউনের সময় বাড়ি থেকে কাজ করতে বাধ্য হওয়ায় অনেকেই মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এজন্য পরিসংখ্যানবিদ পল হিউসনের মতো অনেকেই অফিসের কৃত্রিম শব্দ সরবরাহকারী ওয়েবসাইটগুলোর ওপর নির্ভর করেছিলেন ফলে বাড়ি থেকে কাজ করেও তারা অফিসের মতো অনুভূতি পেয়েছেন এই সাইটগুলো প্রিন্টার কফি মেশিনের মতো ব্যাকগ্রাউন্ড শব্দ সরবরাহ করে এবং লোকেরা এটার মাধ্যমে চ্যাটও করতে পারে সংকট চলাকালে এই সাইটগুলো লাখ লাখ মানুষকে আকর্ষণ করেছিল

অফিসে সহকর্মীদের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে কভিড-১৯-এর কারণে হঠাৎ করে বাড়ি থেকে কাজ করা শুরু হয় বিচ্ছিন্নভাবে কাজ করা এবং একই পরিবেশে সারাক্ষণ মনোনিবেশ করা অনেকের কাছেই কঠিন হয়ে ওঠে এমন পরিস্থিতিতে পল তার এক বন্ধুর পরামর্শে অনলাইনে ক্রমবর্ধমান জনপ্রিয় সাউন্ডবোর্ডস সাইটগুলো ব্যবহার শুরু করেন সাইটগুলোতে বিভিন্ন পরিবেষ্টিত শব্দের অফার দেয় এবং আপনাকে মিশ্রণটিতে কোনো শব্দ উচ্চতর করে তা নিয়ন্ত্রণ করতে দেয়

অফিস নয়েজ জেনারেটর তৈরি করা বেলজিয়ামের গবেষণা প্রকৌশলী স্টিফেন পিজন বিবিসিকে বলেছেন, মহামারীটি আঘাত হানার পর মানুষজন যখন বাড়ি থেকে কাজ শুরু করেছিল, তখন আমি সত্যিই রসিকতা হিসেবে অফিস নয়েজ জেনারেটর ছেড়ে দিয়েছিলাম আমি ভাবিনি যে এটা কেউ শুনবে তবে মানুষ এটা শুনেছে এপ্রিল থেকে এটি দুই লাখ বার শোনা হয়েছে

তিনি বলেন, মানুষ হিসেবে আমরা একাকীর পরিবর্তে একসঙ্গে আরো স্বাচ্ছন্দ্য বোধ করি, এমনকি আমরা যদি আমাদের চারপাশে থাকা মানুষদের সঙ্গে সক্রিয়ভাবে নিয়োজিত না- হই

বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন