নাটকের শুটিং থেকে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করেন মেহজাবিন

ফিচার প্রতিবেদক

ঈদের আগে শুটিংয়ে ফেরার পর করোনার কারণে বেশকিছু ঝামেলায় পড়েছিলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তবে সেসব সমস্যা কাটিয়ে বেশ কয়েকটি নাটকের শুটিং করেছেন অভিনেত্রী এরই মধ্যে ঈদ-পরবর্তী সময়ে শুটিংয়ের জন্য বেশকিছু স্ক্রিপ্ট হাতে পেয়েছেন তবে শুটিংয়ে ফিরবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি অভিনেত্রী তার মতে, তিনি এখনো শুটিংয়ে ফেরার কোনো পরিকল্পনা করেননি

এবার ঈদে মেহজাবিন অভিনীত মিজানুর রহমান আরিয়ানের প্রাণপ্রিয়, একাই ১০০ রুবেল হাসানের মি. অ্যান্ড মিস চাপাবাজ নাটকগুলো প্রচারিত হয়েছে মেহজাবিনের ভাষ্যমতে, নির্মাতা মাহমুদুর রহমান হিমির কেন, স্বার্থপর ভিকি জায়েদের নির্বাসন নাটকে কাজ করে ভালো লেগেছে তার

একজন অভিনেত্রী হিসেবে অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃতও হয়েছেন মেহজাবিন তবে দর্শকের ভালোবাসাকে বেশি গুরুত্ব দেয়ার চেষ্টা করেন তিনি একজন পরিপূর্ণ অভিনেত্রী হয়ে ওঠার চেষ্টায় রত মেহজাবিন বলেন, ইংরেজিতে একটি কথা প্রচলিত আছে প্র্যাকটিস মেকস ম্যান পারফেক্ট আমিও সেটাই বিশ্বাস করি আর তাই আমার কাছে প্রতিনিয়ত মনে হয় যে প্রতিটি চরিত্রে অভিনয়ের সময় আমি আমার সর্বোচ্চ দিয়ে অনুশীলন করছি, অভিনয় করছি আর নিজেকে পারফেক্ট একজন অভিনেত্রী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি আমি আমার অভিনীত প্রতিটি নাটকের শুটিং থেকে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করি

অভিনয়ের জন্য সব ধরনের অভিজ্ঞতা থাকা জরুরি বলে মনে করেন মেহজাবিন তার মতে, নাচ গানেও কিছুটা অভিজ্ঞতা থাকা ভালো আবার অন্য দেশের সংস্কৃতি, ভাষা সম্পর্কে জানাও এক ধরনের অভিজ্ঞতা অর্জন, যা অভিনয় জীবনে অবশ্যই কাজে লাগে দর্শকের ভালোবাসা নিয়ে আগামীতে আরো ভালো ভালো গল্পের নাটকের কাজ করতে চান মেহজাবিন চৌধুরী

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন