মুম্বাই পুলিশের দাবি

‘ফেক ভিউ’ কিনেছেন বাদশা

ফিচার ডেস্ক

মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাদের তদন্ত শেষে জানিয়েছে, ভারতীয় র্যাপার বাদশা ইউটিউবে গানের ভিউ সংখ্যা বাড়াতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন বাদশার পাগল হ্যায় গানটি একদিনে ৭৫ মিলিয়ন ভিউজ পেয়ে বিশ্ব রেকর্ড করেছিল মুক্তির পর প্রথম ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে সবচেয়ে বেশি ভিউ হওয়া ইউটিউব ভিডিও পাগল হ্যায় মুম্বাই পুলিশ জানিয়েছে, গানটির জন্য ভুয়া ভিউ কিনতে ৭২ লাখ রুপি খরচ করেছেন বাদশা এই পরিমাণ অর্থে দশমিক কোটি ভিউ কেনার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বাদশা

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার মুম্বাই মিররকে বলেছেন, গায়ক (বাদশা) মেনে নিয়েছেন তিনি বিশ্ব রেকর্ড তৈরি করতে চেয়েছিলেন ২৪ ঘণ্টায় ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পেতে ৭২ লাখ রুপি তিনি ইউটিউবকে দিয়েছেন পাগল হ্যায় ছাড়া এখন সোস্যাল মিডিয়ায় বাদশার অন্য গানগুলোর বিষয়েও তদন্ত করছে মুম্বাই পুলিশ

অবশ্য পুলিশের বিপরীত বক্তব্য দিয়েছেন বাদশা তিনি বলেছেন নোটিস মেনে আমি মুম্বাই পুলিশের সঙ্গে কথা বলেছি আমি পুলিশকে তদন্তে সহযোগিতাও করেছি আমার পক্ষ থেকে যা কিছু করা সম্ভব ছিল করেছি আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ আমি খারিজ করেছি, আমি পরিষ্কার জানিয়েছি ধরনের কোনো রকম ফেক ভিউ বা ফলোয়ার্স কেনার সঙ্গে জড়িত নই

বলিউড গায়িকা ভূমি ত্রিবেদীর দায়ের করা একটি অভিযোগের তদন্তের সূত্র ধরে ফেক ভিউ কেনার চক্রের কথা জানতে পারে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সোস্যাল মিডিয়ায় তার নামে ভুয়া প্রোফাইল তৈরি করে কেউ বলিউডের অন্য শিল্পীদের সঙ্গে যোগাযোগ করছিল, অভিযোগ জানান ভূমি সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ জানতে পারে সোস্যাল মিডিয়ায় টাকার বিনিময়ে ফলোয়ার সংখ্যা বাড়ানো, লাইক বাড়ানো কিংবা ফেক ভিউজ দেয়ার কাজ করে একটি সংঘবদ্ধ চক্র ফেক ফলোয়ার কেনার কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো বলিউড তারকাদেরও

২০১৯ সালের জুলাইয়ে মুক্তি পায় বাদশার পাগল হ্যায় গানটি সে সময় বাদশা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভিউ পাওয়া দাবি করলেও ইউটিউবের মূল কর্তৃপক্ষ অ্যালফাবেট তা নাকচ করে দিয়েছিল র্যাপার বাদশার মূল নাম আদিত্য সিং ফেক ভিউজের তদন্তে পুলিশ তাকে ২৫০ প্রশ্ন করেছে

 

সূত্র: মুম্বাই মিরর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন