স্থিতিশীল হয়ে এসেছে চিনির দাম

বণিক বার্তা ডেস্ক

টানা দুই মাস চাঙ্গা থাকার পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল হয়ে এসেছে চিনির গড় দাম সর্বশেষ জুলাইয়ে প্রতি কেজি চিনির গড় দাম দাঁড়িয়েছে ২৭ সেন্টে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) বিশ্বব্যাংকের কমোডিটি ইনডেক্সের তথ্য বিশ্লেষণ করে কথা জানিয়েছে বিজনেস রেকর্ডার

চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি চিনির গড় দাম ছিল ৩১ সেন্ট পরের মাসে তা দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়ায় কেজিপ্রতি ৩৩ সেন্টে মার্চ এপ্রিলে চিনির গড় দাম ছিল যথাক্রমে ২৬ সেন্ট ২৩ সেন্ট দুই মাসে পণ্যটির গড় দাম কমেছে যথাক্রমে ২১ দশমিক ২১ ১১ দশমিক ৫৪ শতাংশ

মন্দা ভাব কাটিয়ে মে মাসে চিনির গড় দাম  দশমিক ৩৫ শতাংশ বেড়ে দাঁড়ায় কেজিপ্রতি ২৪ সেন্টে জুনে পণ্যটির গড় দাম আরো বেড়ে কেজিপ্রতি ২৭ সেন্টে উন্নীত হয়যা আগের মাসের তুলনায় ১২ দশমিক ৫০ শতাংশ বেশি জুলাইয়ে চিনির গড় দাম অপরিবর্তিত রয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন