অ্যাকরের সঙ্গে চুক্তিতে সৌদি আরবের পর্যটনকেন্দ্র আল-উলার

বণিক বার্তা ডেস্ক

পর্যটনকেন্দ্র আল-উলায় রিসোর্ট চালুতে ইউরোপের বৃহত্তম হোটেল গ্রুপ অ্যাকরের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে সৌদি আরব রোববার তথ্য নিশ্চিত করেছে রয়াল কমিশন খবর রয়টার্স

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত প্রাচীন সভ্যতার পীঠস্থানকে পর্যটন আকর্ষণীয় স্থানে পরিণত করার মাধ্যমে আয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করছে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশটি 

চুক্তির ফলে ব্যানিয়ান ট্রি ব্র্যান্ডের আওতাধীন আশার রিসোর্টেও কার্যক্রম সম্প্রসারিত করবে অ্যাকর ৪৭টি নতুন ইউনিট নির্মাণের মাধ্যমে রিসোর্টটির সক্ষমতা বাড়িয়ে ৮২টি বিলাসবহুল ভিলা ব্যবস্থা করবে সেখানে একটি স্পাসহ বেশ কয়েকটি গুরমিট রেস্তোরাঁও চালু করা হবে বলে এক বিবৃতিতে জানায় রয়্যাল কমিশন

প্রকল্পটি ইউনেস্কো ঘোষিত সৌদি আরবের প্রথম বিশ্ব ঐতিহ্য হেজরা থেকে ১৫ কিলোমিটার দূরের আশার ভ্যালিতে

গত এপ্রিলে সৌদি আরবের পর্যটনমন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে নেয়া বিভিন্ন পদক্ষেপের ফলে চলতি বছর তাদের পর্যটন আয় ৩৫ থেকে ৪৫ শতাংশ কমতে পারে

অতিরক্ষণশীল দেশটি দশকের পর দশক ধরে পর্যটকদের স্বাগত জানায়নি এবং জনসমক্ষে কঠোরভাবে নারী পুরুষের অবস্থান নিয়ন্ত্রণ করা হতো এছাড়া ঘর থেকে বের হতে গেলে নারীদের বাধ্যতামূলকভাবে পুরো শরীর ঢেকে রাখার পোশাক আবায়া ব্যবহার করতে হতো

অমুসলিম পর্যটকদের আকর্ষণ করতে ইসলামপূর্ব ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণে আল-উলার উন্নয়ন প্রকল্প চলছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন