অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডেরাস করোনা আক্রান্ত

বণিক বার্তা অনলাইন

প্রখ্যাত স্প্যানিশ অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডেরাস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) তিনি নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ খবর জানিয়েছেন। পাশাপাশি তিনি তার ৬০তম জন্মদিনেরও ঘোষণা দেন। স্প্যানিশ ভাষায় লেখা ক্যাপশনটি সিএনএন ইংরেজীতে অনুবাদ করে প্রতিবেদন প্রকাশ করেছে।

ছোটবেলার একটি ছবি শেয়ার করে বান্ডেরাস লিখেছেন, ‘হ্যালো সবাইকে, আমি জনসমক্ষে প্রকাশ করতে চাই, কভিড-১৯ পজিটিভের সঙ্গে আজ ১০ আগস্ট আমার ৬০তম জন্মদিন পালন করতে বাধ্য হয়েছি। আমি যুক্ত করতে চাই যে আমি তুলনামূলকভাবে ভালো বোধ করছি, স্বাভাবিকের চেয়ে একটু বেশি ক্লান্ত, তবে আত্মবিশ্বাসী। চিকিৎসা ইঙ্গিতগুলো অনুসরণ করে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠবো, আশা করি আমি সংক্রামক প্রক্রিয়াটি কাটিয়ে উঠতে পারবো এবং আমি যেটাতে ভুগছি এবং এটা গ্রহের আশেপাশের অনেক লোককে প্রভাবিত করেছে।’

তিনি আরো লিখেছেন, ‘আমি এই বিচ্ছিন্নতার সুযোগে পড়তে, লিখতে, বিশ্রাম নিতে এবং আমার ৬০তম বর্ষকে অর্থপূর্ণ করার পরিকল্পনা চালিয়ে যাব, যা আমি পূর্ণ উৎসাহে পৌঁছেছি। সবার কাছে একটা বড় আলিঙ্গন।’ 

ব্যান্ডেরাস সর্বশেষ সেলিব্রেটি, যিনি কভিড-১৯ এ পজিটিভ শনাক্ত হয়েছেন। এর আগে অভিনেত্রী অ্যালিসা মিলানো গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন, বেশ কয়েকবার নেতিবাচক পরীক্ষা পর তিনি কভিড-১৯ অ্যান্টিবডিগুলোর জন্য ইতিবাচক পরীক্ষা করেছিলেন।

সূত্র: সিএনএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন