ট্রাম্পের ব্রিফিং চলাকালে হোয়াইট হাউসের বাইরে গুলি

বণিক বার্তা অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন চলাকালেই হোয়াইট হাউসের বাইরে গুলির ঘটনা ঘটেছে। পরে জানানো হয়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এক সন্দেহভাজনকে গুলি করেছেন। ওিই সন্দেহভাজনের কাছে অস্ত্রও ছিল। 

গতকাল সোমবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছ বার্তা সংস্থা এএফপি।

ঘটনার তাৎক্ষণিকতায় প্রেসিডেন্ট ট্রাম্পকে সংবাদ সম্মেলনস্থল থেকে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিসের সদস্যরা।

এএফপির খবরে বলা হয়, ব্রিফিং চলাকালেই এক গোয়েন্দা কর্মকর্তা নিচুস্বরে ট্রাম্পকে কিছু একটা বলছিলেন। এসময় ট্রাম্পকেও বলতে শোনা যায়, ‘ওহ, কী হচ্ছে এসব?’

পরে ট্রাম্প ও তার সঙ্গে থাকা কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়। এ সময় কক্ষে সাংবাদিকরা থাকলেও দরজা বন্ধ করে দেওয়া হয়। কয়েক মিনিট পর ট্রাম্প সংবাদ সম্মেলনে পুনরায় উপস্থিত হন। তিনি সাংবাদিকদের ঘটনা সম্পর্কে জানিয়ে বলেন, গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হচ্ছে। তবে তার পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানেন না তিনি। 

সিক্রেট সার্ভিসের তাৎক্ষণিক এই পদক্ষেপে এর সদস্যদের ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন