চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক

ডাটা থেকে বাংলালিংকের আয় ৩০ শতাংশ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাস সংক্রমণের মধ্যে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সেলফোন অপারেটর বাংলালিংকের ডাটা থেকে আয় এক বছরের ব্যবধানে ৩০ দশমিক শতাংশ বেড়েছে একই সময়ে অপারেটরটির ডাটা ব্যবহারকারীর সংখ্যা দশমিক শতাংশ বেড়েছে তবে টেলিকম খাতের ওপর করোনা মহামারীর সামগ্রিক প্রভাবের ফলে বাংলালিংকের মোট আয় গ্রাহক সংখ্যা হ্রাস পেয়েছে গতকাল এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ব্যবসায়িক ফলাফল প্রকাশ করে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস

তিনি জানান, করোনা মহামারীর কারণে সৃষ্ট নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলালিংক ইতিবাচক ব্যবসায়িক ফলাফল অব্যাহত রাখতে সক্ষম হয়েছে ডিজিটাল সেবা প্রদানে বাংলালিংকের উল্লেখযোগ্য অগ্রগতি এক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে

তিনি করোনাকালে বাংলালিংকের ভূমিকা, বিশেষ উদ্যোগ, গ্রাহকসেবা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে তার মতামত সাংবাদিকদের কাছে ব্যক্ত করেন ভার্চুয়াল প্রেস কনফারেন্সটিতে আরো যুক্ত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার জেম ভেলিপাসাওগ্লু, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফিসার জুবায়েদ উল ইসলামসহ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন