নারী উদ্যোক্তাদের জন্য সহায়ক ডিরেক্টরি প্রকাশ করেছে আইটিসি

নিজস্ব প্রতিবেদক

এসএমই ফাউন্ডেশনের সহায়তায় প্রথমবারের মতো দেশের নারী উদ্যোক্তাদের জন্য সহায়ক ১৪টি সংস্থার একটি ডিরেক্টরি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) শিট্রেডস গতকাল বিকালে অনলাইন প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত ডিরেক্টরি প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প সচিব কেএম আলী আজম অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম আইটিসি শিট্রেডস কমনওয়েলথ, জেনেভার প্রোগ্রাম ম্যানেজার সাইমন বাফে

অনুষ্ঠানে শিল্প সচিব কেএম আলী আজম বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারীদের বাদ দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় তাই নারীবান্ধব ব্যবসার পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার তাই দেশের নারী উদ্যোক্তাদের নভেল করোনাভাইরাস-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে আবারো ঘুরে দাঁড়াতে ডিরেক্টরি সহায়ক হিসেবে কাজ করবে

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের ক্ষুদ্র মাঝারি নারী উদ্যোক্তাদের ব্যবসাসংক্রান্ত জরুরি তথ্য সেবা পেতে ডিরেক্টরি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশনা প্রতিবেদন অংশ থেকে যে কেউ বিনা মূল্যে ডিরেক্টরি ডাউনলোড করতে পারবেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন