কভিড-১৯

দেশে সুস্থ হয়েছে দেড় লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক

দেশে কভিড-১৯- আক্রান্ত দেড় লাখের বেশি রোগী সুস্থ হয়ে উঠেছে। এখন পর্যন্ত সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থ হয়ে ওঠার হার ৫৭ শতাংশ। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্যমতে, সুস্থ হওয়া রোগীর সংখ্যা বিবেচনায় তালিকার ১৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রায় দুই লাখ সুস্থ রোগীর দেশ জার্মানি তালিকায় রয়েছে বাংলাদেশের ঠিক সামনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে লাখ ৬০ হাজার ৫০৭ জন শনাক্ত রোগীর বিপরীতে সুস্থ হয়ে উঠেছে লাখ ৫০ হাজার ৪৩৭ জন। গতকাল নিয়মিত বুলেটিনে তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সর্বশেষ দিনে সুস্থ হয়ে উঠেছে হাজার ৬৭ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেল। এখন পর্যন্ত রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৭৫ শতাংশ।

পরিসংখ্যান বলছে, বাংলাদেশে সুস্থ রোগীর সংখ্যা এক লাখ অতিক্রম করে ১৪ জুলাই। সেদিন মোট রোগীর সংখ্যা ছিল লাখ হাজার ২২৭। এরপর এক মাসেরও কম সময়ের ব্যবধানে আরো প্রায় অর্ধলাখ রোগী সেরে উঠেছে। দেশে একদিনে রেকর্ড ১৫ হাজারের বেশি রোগী সুস্থ হয় গত ১৫ জুন। এদিন সুস্থ হয়েছিল মোট ১৫ হাজার ২৯৭ জন রোগী।

এদিকে বুলেটিনে অধ্যাপক নাসিমা সুলতানা জানান, সর্বশেষ দিনে নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮৫৫টি পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৪৯টি। পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৭৩ হাজার ১৬৮টি। সর্বশেষ দিনে যা নমুনা পরীক্ষা হয়েছে, তাতে করোনা শনাক্ত হয়েছে হাজার ৯০৭ জনের মধ্যে।

নিয়ে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল লাখ ৬০ হাজার ৫০৭-এ। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৯ জন পর্যন্ত মৃত্যুবরণ করেছে হাজার ৪৩৮ জন। এর মধ্যে মোট পুরুষ মৃত্যুবরণ করেছে ২৭২১ নারী ৭১৭ জন।

উল্লেখ্য, দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয় বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহের শুরুতে। বৈশ্বিক সংক্রমণের তালিকায় বাংলাদেশের এখনকার অবস্থান ১৫তম। এরই মধ্যে দেশে প্রায় সাড়ে তিন হাজার মানুষ মারা গেছে।

গত পাঁচ মাসে মোট নমুনা পরীক্ষা হয়েছে সাড়ে ১২ লাখের বেশি। প্রথম দিকে একক প্রতিষ্ঠান হিসেবে শুধু আইইডিসিআর কভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা করায় নমুনা সংগ্রহও কম হতো। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ায় নমুনা সংগ্রহও বেড়েছে। দেশের ৮৪টি ল্যাবে এখন নভেল করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন