করোনা আক্রান্ত প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার, রাখা হয়েছে ভেন্টিলেটরে

বণিক বার্তা অনলাইন

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বর্তমানে দিল্লিতে সামরিক হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। 

আজ সোমবার তার অস্ত্রোপচারের আগে টেস্টে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে৷

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গতকাল রোববার রাতে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রণব মুখার্জি৷ আজ সকালে শরীরের ডান অংশ অবশ হতে থাকায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিত্‍সকরা অপারেশনের সিদ্ধান্ত নেন৷ অপারেশনের আগে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে৷ 

অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি৷ তার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ আরোগ্য কামনা করে টুইট করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা। আজ  হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ 

এদিকে সুস্থতা কামনায় কীর্ণাহারে প্রণব মুখর্জির গ্রামের বাড়িতে আগামীকাল মঙ্গলবার মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয়েছে।

সূত্র: নিউজ১৮

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন