আইনপ্রণেতাসহ ১১ মার্কিন নাগরিকের ওপর চীনের নিষেধাজ্ঞা

বণিক বার্তা ডেস্ক

হংকং ইস্যুতে আইনপ্রণেতাসহ ১১ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। তাদের মধ্যে রয়েছেন সিনেটর টেড ক্রুজ, মার্কো রুবিও, জশ হাওলে, প্যাট টুমে এবং রিপ্রেজেন্টেটিভ ক্রিস স্মিথ। এর আগে হংকং চীনের ১১ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের ত্রুটিপূর্ণ আচরণের পরিপ্রেক্ষিতে চীন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে। যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, হংকংবিষয়ক ইস্যুতে তাদের আচরণ গুরুতর। তবে নিষেধাজ্ঞার আওতায় কী কী থাকছে, তা তিনি বিস্তারিত জানাননি।

সাম্প্রতিক মাসগুলোয় চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্রমাবনতি অব্যাহত রয়েছে। বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে পাল্টাপাল্টি প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছে উভয় দেশই। এর আগে শুক্রবার মার্কিন কর্তৃপক্ষ হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামসহ শহরটির বর্তমান সাবেক পুলিশ প্রধানসহ ১১ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন