ইমিউন সিস্টেম সম্ভবত করোনাভাইরাস চিনতে পারছে

বণিক বার্তা ডেস্ক

অনেক মানুষের শরীরে টি সেল নামে পরিচিত ইমিউন কোষ থাকে। সম্প্রতি অনেকগুলো গবেষণা এটা দেখিয়েছে যে অনেক জায়গায় ২০ থেকে ৫০ শতাংশ মানুষের শরীরে থাকা টি সেল আগে কখনো মুখোমুখি না হলেও নতুন করোনাভাইরাসটিকে চিনতে পারছে।

মানুষের রক্তে থাকা এসব টি সেল বর্তমান মহামারী শুরুর অনেক আগে থেকেই ঠান্ডা সৃষ্টিকারী চারটি করোনাভাইরাসের সঙ্গে নিয়মিত লড়াই করেছে। নতুন করোনাভাইরাসটি একই পরিবারের, তাই মানুষের ইমিউন সিস্টেম এটিকে চিনতে পারছে এবং তার সঙ্গে লড়াই করছে। 

অবশ্য করোনাভাইরাসের বিরুদ্ধে টি সেলের লড়াইয়ের সফলতা বিষয়ে বিশেষজ্ঞরা এখনো পুরোপুরি নিশ্চিত নন। তারা বলছেন, এখনই বলার সময় হয়নি যে কভিড-১৯-এর বিরুদ্ধে এই টি সেল উপকারী, ক্ষতিকর নাকি কোনো ভূমিকাই রাখতে পারবে না।

তবে এই টি সেল যদি নতুন করোনাভাইরাসের প্রতি সাড়া দিয়ে ইমিউন ব্যবস্থায় সামান্য ভূমিকাও রাখে তাহলেও কভিড-১৯-এর তীব্রতা অনেক কমে যাবে। সম্ভবত কারণেই কভিড-১৯- আক্রান্ত হয়ে অনেকে খুব অসুস্থ হয়ে পড়ে, আবার অনেকে প্রায় সুস্থই থাকে। 

নিউইয়র্ক টাইমস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন