বাড়তির দিকে রাশিয়ার জ্বালানি তেল উত্তোলন

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে বৈশ্বিক উত্তোলন সীমিত রাখার চুক্তি এগিয়ে নিচ্ছে জ্বালানি পণ্যটির রফতানিকারকদের জোট ওপেক। জোটের সদস্য না হলেও চুক্তির অন্যতম প্রভাবশালী একটি পক্ষ রাশিয়া। এর পরও গত জুলাইয়ে জ্বালানি পণ্যটির উত্তোলন আগের তুলনায় বাগিয়েছে রাশিয়া। খবর রয়টার্স অয়েলপ্রাইসডটকম।

রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেল গ্যাস কনডেনসেটের সম্মিলিত উত্তোলন দাঁড়িয়েছিল দৈনিক গড়ে ৯৩ লাখ ২০ হাজার ব্যারেলে। আর গত মাসে দেশটিতে পরিমাণ আরো বেড়ে দৈনিক গড়ে ৯৩ লাখ ৭০ হাজার ব্যারেলে উন্নীত হয়েছে। অর্থাৎ এক মাসের ব্যবধানে রাশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল গ্যাস কনডেনসেটের দৈনিক গড় উত্তোলন বেড়েছে ৫০ হাজার ব্যারেল।

দেশটির গণমাধ্যম বলছে, চলতি বছরের জুনে ওপেক প্লাস জোটের আওতায় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হ্রাসের বৈশ্বিক চুক্তির শর্ত ৯৯ শতাংশ পূরণ করেছিল রাশিয়া। স্বাভাবিকভাবে জুলাইয়ে উত্তোলন বৃদ্ধির জের ধরে চুক্তির শর্ত পূরণের হিস্যা কমে এসেছে।

ওপেক প্লাসের চুক্তির আওতায় চলতি বছরের মে-জুলাই সময়ে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন ৮৫ লাখ ব্যারেলে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়া। তবে শুরু থেকেই দেশটির জ্বালানি কোম্পানিগুলো সরকারি অবস্থানের বিরোধিতা করে এসেছে। এর জের ধরে রুশ জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিদিন নির্ধারিত কোটার অতিরিক্ত চার লাখ ব্যারেল বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করা হবে। তবে জুন-জুলাইয়ে এর চেয়েও বেশি পরিমাণে জ্বালানি তেল উত্তোলন করেছে দেশটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন