ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, দরপতনে শ্যামপুর সুগার

বণিক বার্তা ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সমাপনী দরের ভিত্তিতে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড। সর্বশেষ শেয়ারটি ৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। সমাপনী দর ছিল ৬ টাকা ২০ পয়সা, যা আগের কার্যদিবসের চেয়ে ১০ দশমিক ৭১ শতাংশ বেশি।

দরবৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড। শেয়ারটির সর্বশেষ  ও সমাপনী দর ছিল ১৩৫ টাকা ৯০ পয়সা। আজ শেয়ারটির দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৮ দশমিক ৮২ শতাংশ। এছাড়া দরবৃদ্ধির তালিকায় শীর্ষ দশের তালিকায় রয়েছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, স্টাইলক্র্যাফট লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, আজিজ পাইপস লিমিটেড, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ও একে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে সমাপনী দরের ভিত্তিতে আজ ডিএসইতে দরপতনে শীর্ষে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড, জুট স্পিনার্স লিমিটেড, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড, বিএফআইসি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

ব্লক মার্কেটে ১৯ কোম্পানির লেনদেন: ডিএসইতে আজ ১৯টি কোম্পানির ৫৩ লাখ ১৮ হাজার ৮৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের মোট মূল্য ৪০ কোটি ৪০ লাখ ১২ হাজার।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ১০ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। এরপর ১০ কোটি ৬ লাখ ৫৫ হাজার টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। এছাড়া ৩ কোটি ৭২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে জিকিউ বলপেনের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন