পুলিশের দুই মামলাতে সিফাতের জামিন

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের করা দুই মামলায় জামিন পেয়েছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত। পুলিশের কাজে বাধা প্রদান ও মাদকের দুটি মামলায় সিফাতকে আসামি করা হয়েছিল।

আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (টেকনাফ-৩) এর বিচারক তামান্ন ফারাহর আদালত তার জামিন মঞ্জুর করেন।

একই সঙ্গে এই দুই মামলারও তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছেন তিনি।

মেজর (অব.) সিনহা প্রামাণ্যচিত্র তৈরির জন্য ৩ জুলাই কক্সবাজার এসেছিলেন। এই কাজে তার সহযোগী ছিলেন সিফাত, শিপ্রা এবং তাদের সহপাঠী তাহসিন রিফাত নুর। প্রামাণ্যচিত্রের প্রযোজক ছিলেন সিনহা। তারা সবাই উঠেছিলেন হিমছড়ি সৈকত তীরের নীলিমা রিসোর্টে।

গেল ৩১ জুলাই কক্সবাজারের শামলাপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী সিফাত। তার অন্য দুই সহপাঠী শিপ্রা ও তাহসিন সেসময় রিসোর্টে ছিলেন। ঘটনার কিছু সময় পর রামু থানার পুলিশ ওই রিসোর্টে অভিযান চালায়। পুলিশ সেখান থেকে তাদের আটক করে রামু থানায় নিয়ে যায়। থানা থেকে তাহসিনকে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হলেও শিপ্রার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। শিপ্রা এরই মধ্যে জামিনে মুক্তিও পেয়েছেন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন