আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে বাড়তি সময় পাবেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ঋণের মেয়াদ বাড়ানোর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  ফলে নভেল করোনাভাইরাসের কারণে যেসব উদ্যোক্তা সমস্যায় পড়েছেন, তারা ঋণ শোধ করতে বাড়তি সময় পাবেন। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বাজার বিভাগ গতকাল নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান কভিড-১৯ বাস্তবতায় আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে গ্রাহকের আর্থিক সংগতি বিশ্লেষণ করে স্বীয় বিবেচনায় ঋণ পুনর্গঠনের সিদ্ধান্তে উপনীত হতে পারে, সেজন্য ঋণ লিজ সুবিধার মেয়াদ বৃদ্ধির সময়সীমা অবশিষ্ট মেয়াদের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারবে। ওই গ্রাহক তার অবশিষ্ট মেয়াদের অর্ধেক বা বছর বাড়তি সময় পাবেন। সব মিলিয়ে ঋণ শোধের জন্য তার হাতে থাকবে ছয় বছর।

এর ফলে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়া কোনো গ্রাহকের কিস্তি পরিশোধের মেয়াদ এক বছর বাকি থাকলে তা বাড়িয়ে দেড় বছর, মেয়াদ দুই বছর বাকি থাকলে তা বাড়িয়ে তিন বছর করা যাবে। যদিও আগের নিয়মে এমন ঋণের মেয়াদ বাড়ানো যেত তিন মাস।

২০১৫ সালের ২৯ ডিসেম্বর জারি করা সংক্রান্ত সার্কুলারে পরিবর্তন এনে কেন্দ্রীয় ব্যাংকের নতুন সার্কুলারে বলা হয়েছে, আগের অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, নভেল করোনাভাইরাসের বেশ আগ থেকেই খারাপ অবস্থায় রয়েছে দেশের অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের বেশির ভাগ গ্রাহকই টাকা ফেরত দিতে পারছেন না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন