আগামীকাল বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম

বণিক বার্তা প্রতিনিধি হিলি

ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুমার আগরওয়ালার মৃত্যুতে আগামীকাল মঙ্গলবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। তবে বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, গত শনিবার ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুমার আগরওয়ালা আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আন্তর্জাতিক আমদানি-রফতানি বাণিজ্য সারা দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন।

এদিকে বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরে আমদানিকারকদের পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেয়াসহ সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন