অতি সক্রিয় ৪০০ তালেবানকে মুক্তি দিচ্ছে আফগানিস্তান

বণিক বার্তা ডেস্ক

বহুকাঙ্ক্ষিত শান্তি আলোচনা শুরুর লক্ষ্যে অতি সক্রিয় ৪০০ তালেবান বন্দিকে মুক্তি দেয়ার বিষয়ে সম্মত হয়েছে আফগানিস্তান সরকার। আশা করা হচ্ছে, শান্তি আলোচনার মধ্য দিয়ে দেশটিতে চলমান ১৯ বছরের যুদ্ধের অবসান হবে। খবর রয়টার্স।

গতকাল আফগানিস্তানের নেতাদের সর্বোচ্চ পরিষদ লয়া জিরগায় এসব তালেবানকে মুক্তি দেয়ার বিষয়ে অনুমোদন দেয়া হয়। পরিষদের পক্ষ থেকে বলা হয়, শান্তি আলোচনার পথে সৃষ্ট বাধা অপসারণ করে চলমান রক্তপাত বন্ধের লক্ষ্যে লয়া জিরগা ৪০০ তালেবানকে মুক্তি দিতে সম্মত হয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি বলেন, আজ আমি এসব তালেবান বন্দির মুক্তি সনদে স্বাক্ষর করব।

আরো আগে গত সপ্তাহে গানি প্রায় হাজার ২০০ আফগান গোষ্ঠী নেতা রাজনীতিবিদকে কাবুলে আমন্ত্রণ জানান। কঠোর নিরাপত্তার মধ্যে তাদের রাজধানীতে নিয়ে আসার উদ্দেশ্য ছিল, তালেবান বন্দিদের মুক্তি দেয়া যায় কিনা তা আলোচনা করা। ৪০০ জনকে মুক্তি দেয়ার মধ্য দিয়ে পাঁচ হাজার তালেবান বন্দির মুক্তির প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে আফগান সরকার।

পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, চলতি সপ্তাহে দোহায় তালেবান আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে তালেবানকে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন আশরাফ গানি।

তবে আফগানিস্তানজুড়ে ভয়াবহতম বেশকিছু হামলার জন্য দায়ী এসব দুর্ধর্ষ তালেবান যোদ্ধার মুক্তি দেয়া নিয়ে সাধারণ নাগরিক অধিকার সংগঠনগুলোর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের মতে, শান্তি আলোচনার প্রক্রিয়ার নৈতিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে আফগানিস্তানে যে পরিস্থিতি চলছে, তাতে শান্তি আলোচনার বিকল্প নেই বলে মনে করছেন অনেকেই। কারণ জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, শুধু ২০১৯ সালেই দেশটিতে সংঘাতের কারণে ১০ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত কিংবা আহত হয়েছে। গত এক দশকে দেশটিতে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন