ভারতে ভূমিধসে অন্তত ৪৩ জন নিহত

বণিক বার্তা ডেস্ক

মৌসুমি বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসের পর ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অন্তত ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল দেশটির পুলিশ জানায়, গত শুক্রবার কেরল রাজ্যের রাজধানী থিরুবানান্থাপুরমের ২৫০ কিলোমিটার দূরে ইদ্দুকি জেলায় ওই ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে। খবর এএফপি।

জেলা পুলিশের প্রধান আর. কারুপ্পাসামি বলেন, ভারি বর্ষণের কারণে আমাদের উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। গতকাল (শনিবার) পর্যন্ত আমরা ২৬টি মরদেহ উদ্ধার করি। তবে আজ (রোববার) বিকাল পর্যন্ত উদ্ধারকৃত মরদেহের সংখ্যা ৪৩- পৌঁছেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী, ভূমিধসের ওই এলাকায় ৭৮ জনের মতো মানুষ বসবাস করত।

শুধু ভূমিধসই নয়, চলতি বর্ষা মৌসুমে কেরলে ভয়াবহ বন্যাও দেখা দিয়েছে। মূলত পুরো দক্ষিণ এশিয়ায় এবারের বর্ষাকাল মারাত্মক বিপর্যয় ডেকে এনেছে। আশঙ্কাজনকভাবে বাড়ছে নদীর পানি। ফলে বিস্তৃত এলাকায় বন্যার পাশাপাশি প্রতিদিনই বাড়ছে মৃত্যুর ঘটনা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন