ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে বোকো হারাম: শাদের প্রেসিডেন্ট

বণিক বার্তা ডেস্ক

বোকো হারামের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযানের পরও গোষ্ঠীটি লেক শাদ অঞ্চলে তাদের ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন শাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি। তার মতে, বোকো হারামের সহিংস কর্মকাণ্ড অঞ্চলটিকে আরো বহুদিন ধরে ভোগাবে। খবর এএফপি।

মূলত ২০০৯ সালের দিকে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বোকো হারামের উত্থান ঘটে। তাদের সহিংসতা ছড়িয়ে পড়ে নাইজার, শাদ ক্যামেরুনে। এর পর থেকে জিহাদি গোষ্ঠীটির সহিংসতায় প্রাণ হারিয়েছে ৩৬ হাজারের বেশি মানুষ। একই সঙ্গে তাদের কর্মকাণ্ডে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।

চলতি বছরের মার্চে শাদের সেনাবাহিনী বোকো হারামের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। লেক শাদের তীরে বোহোমায় একদিনেই সেনাঘাঁটিতে হত্যাযজ্ঞে মারা যান ৯৮ জন সৈনিক। পাল্টা জবাব হিসেবে প্রেসিডেন্ট ডেবি ৩১ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত গোষ্ঠীটির বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা দেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন