সেপ্টেম্বর থেকে স্কুল চালু জাতীয় অগ্রাধিকার: জনসন

বণিক বার্তা ডেস্ক

আগামী সেপ্টেম্বর থেকে দেশের স্কুলগুলো খোলা জাতীয় অগ্রাধিকার হিসেবে দাঁড়িয়েছে বলে জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। নভেল করোনাভাইরাস মহামারীর ফলে নিরাপদে স্কুল পরিচালনার ওপর জোর দেনও তিনি। খবর রয়টার্স।

চলতি মাসের শুরুতে এক গবেষণায় বলা হয়, দ্বিতীয় দফায় কভিড-১৯ সংক্রমণ হতে পারে আশঙ্কার মধ্যে জনসনের ঘোষণা আসে।

রোববার ব্রিটিশ সংবাদপত্র মেইলে একটি লেখায় জনসন বলেন, স্কুল পুনরায় খোলা জাতীয় অগ্রাধিকারে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার অপর এক সংবাদপত্রে জনসন বলেন, ভবিষ্যতে স্থানীয় পর্যায়ের লকডাউনে স্কুল সবার শেষে বন্ধ হবে।

দেশব্যাপী লকডাউন ঘোষণার পরিপ্রেক্ষিতে গত মার্চ থেকেই ইংল্যান্ডের স্কুলগুলো বন্ধ রয়েছে।

গতকাল জনসন লেখেন, প্রয়োজনের চেয়ে আরো বেশিদিন স্কুল বন্ধ রাখা সামাজিকভাবে অসহনীয়, অর্থনৈতিকভাবে টেকসই নয় এবং নৈতিকভাবে অসমর্থনযোগ্য।

স্কুল বন্ধ থাকার কারণে অনেক মা-বাবার পক্ষে কর্মস্থলে না যাওয়ার অর্থনৈতিক ক্ষতি পড়তে শুরু করেছে। শিশুরা যদি শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়, তাহলে দেশটি বড় সংকটের সামনে পড়বে বলে সতর্ক করেন জনসন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো লেখেন, মহামারী এখনই শেষ হচ্ছে না এবং সময়টাতে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। তবে সময়টাতে এটাও জেনেছি, ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদভাবে স্কুলগুলো ফের চালু করারও সময় এসেছে। এটা আমাদের নৈতিক দায়িত্বও।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন